শহর পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে, স্টেডিয়াম রোড, লক্ষ্মীপুর, বাংলাদেশ
English Bangla

বিশ্বে উল্লেখযোগ্য হারে শিশুমৃত্যুর হার কমে এলেও নিম্ন আয়ের দেশে এখনো প্রতি বছর ৫০ লাক্ষ শিশু মারা যাচ্ছে। বাংলাদেশও এমন প্রবণতার বাইরে নয়। শিশুমৃত্যুর অন্যতম কারণ হিসেবে গবেষকরা দাবী করেন – অসুস্থ শিশু পুরোপুরি হাসপাতাল ছাড়ার মতো অবস্থায় পৈাঁছানোর আগেই অর্থাৎ সুস্থ হবার পূর্বে হাসপাতাল ছেড়ে যাওয়াকে দায়ী করেছেন। পরিস্থিতি উন্নয়নে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের নিবিড় পর্যবেক্ষণ করতে হয়। আর আমরাই দিচ্ছি নিশ্চিত নিবিড় পর্যবেক্ষণ সেবা। আমাদের নিবিড় পরিচর্যা ইউনিট গুরুতর বা জীবন-হুমকিপূর্ণ অসুস্থতা এবং আঘাতের রোগীদের পরিচর্যা করে থাকেন দায়িত্বের সহীত।

 

নবজাতক বাচ্চাদের জন্য এখানে নিবিড় পর্যবেক্ষন বা NICU রয়েছে। এই NICU-তে দক্ষ ডাক্তার ও নার্স দ্বারা ২৪ ঘণ্টা বাচ্চাদের চিকিৎসা সেবা প্রদান ও পর্যবেক্ষন করা হয়। একজন রোগীকে সুস্থ করতে চিকিৎসকের পাশে থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সেবা দিয়ে যান নার্সরা। তারা ২৪ ঘণ্টা রোগীর সেবায় নিয়োজিত থাকেন।

জরুরি চিকিৎসা

জরুরী? যেকোনো সাহায্যের জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন

সহায়ের জন্য যোগাযোগ: আমরা আপনার জন্য এখনই প্রয়োজনে আছি! যেকোনো জরুরী অথবা আপনার সমস্যার সমাধানে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দিন-রাতে উপস্থিত আছি আপনার সাহায্যের জন্য

কল করুন
+8801810-085959
মেইল করুন
[email protected]