শহর পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে, স্টেডিয়াম রোড, লক্ষ্মীপুর, বাংলাদেশ
English Bangla

হাসপাতালের নিজস্ব ফামের্সি রয়েছে। গ্রাহকরা সব থেকে বড় যে সুবিধাটি আমাদের থেকে পাচ্ছেন তা হল আমরা কোন ধরনের সাব স্টান্ডার্ড মেডিসিন/ভেজাল মেডিসিন সরবরাহ করি না। কারণ আমরা সরাসরি ম্যানুফ্যাকচার কোম্পানীর থেকে মেডিসিন এনে সরবরাহ করছি। এর ফলে সকল গ্রাহক আমাদের ওপর আস্থা রাখছেন এবং নিয়মিত আমাদের থেকে সেবা নিচ্ছেন। অনেক ফার্মেসি ওষুধ রাখার নির্ধারিত তাপমাত্রা মেনে না চলায় ওষুধের গুণাগুণ নষ্ট হয়। যার ফলে ওষুধ খেয়ে সুস্থ হওয়ার বদলে উল্টো রোগাক্রান্ত হয় মানুষ। তাছাড়া ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ কিনে প্রতারিত হন অনেকে। এ ধরনের ভোগান্তি দূর করতে সরাসরি ঔষধ কোম্পানি থেকে মেডিসিন ক্রয় করি আমরা। যার ফলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ নেই। বাজারে বেশিরভাগ-ই মিডপোর্টের ভেজাল ঔষধে সয়লাব ও মেয়াদউত্তীর্ণ থাকে। তাই বাজারের ঔষধ পরিহার করা উত্তম। আমাদের ঔষধ সমূহে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হয়।

জরুরি চিকিৎসা

জরুরী? যেকোনো সাহায্যের জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন

সহায়ের জন্য যোগাযোগ: আমরা আপনার জন্য এখনই প্রয়োজনে আছি! যেকোনো জরুরী অথবা আপনার সমস্যার সমাধানে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দিন-রাতে উপস্থিত আছি আপনার সাহায্যের জন্য

কল করুন
+8801810-085959
মেইল করুন
safehospital24@gmail.com